বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

তাসফিয়ার আঁকা ছবি

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১৬ আগস্ট, ২০২১ ০৯:৪১

একটা রিকশা দাঁড়িয়ে আছে রাস্তার পাশে। ছবিতে রিকশাওয়ালা নেই। কোথায় যেন গিয়েছে সে।

খুব সুন্দর একটা দৃশ্য এঁকেছে আমাদের ছোট্ট বন্ধু রিফাহ তাসনিম তাসফিয়া।

বড় বড় বিল্ডিংয়ের মধ্যে দাঁড়িয়ে আছে সবুজ গাছ।

দূরে নীল আকাশ।

একটা রিকশা দাঁড়িয়ে আছে রাস্তার পাশে।

ছবিতে রিকশাওয়ালা নেই।

কোথায় যেন গিয়েছে সে।

আমাদের ছোট্ট বন্ধু রিফাহ তাসনিম তাসফিয়া।

চমৎকার ছবিটি আঁকার জন্য তাসফিয়াকে ধন্যবাদ।

সে পরশমনি ল্যাবরেটরি স্কুলে ষষ্ঠ শ্রেণিতে পড়ে।

আমরা জানি, তোমরাও তাসফিয়ার মতো সুন্দর সুন্দর ছবি আঁকতে পারো।

তাহলে দেরি কেন?

তোমাদের আঁকা ছবিগুলো পাঠিয়ে দাও আমাদের কাছে। সেগুলো প্রকাশ করবে কিডজোন। ছবির সঙ্গে তোমার নাম, ক্লাস, স্কুলের নাম এবং আব্বু বা আম্মুর ফোন নম্বর দিতে কিন্তু ভুলবে না। ই-মেইলে তোমার আঁকা ছবি পাঠাবে nbkidzone@gmail.com ঠিকানায়।

এ বিভাগের আরো খবর