স্লাইসে জাপানের বিভিন্ন কার্টুন চরিত্রগুলো আঁকেন কেইউ খালামনি
জাপানিজ খালামনি কেইউ পাউরুটির স্লাইসে ছবি আঁকতে ভালোবাসেন।
রংতুলি নয়, কেইউ খালামনি ছবি আঁকেন জেলি, নিউটেলা চকলেট আর বাদামের মাখন দিয়ে।
স্লাইসে জাপানের বিভিন্ন কার্টুন চরিত্রগুলো আঁকেন তিনি।
ছবির কারণে স্লাইসগুলো দেখতে যেমন সুন্দর হয়, খেতেও হয় দারুণ।
চলো, তার আঁকা কয়েকটা স্লাইস দেখে নেই।