বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

চলো অক্টোপাস বানাই

  •    
  • ১১ আগস্ট, ২০২১ ১৪:২৫

নীল কাগজটাকে ফিতার মতো করে কেটে নাও। মোট আটটি ফিতা লাগবে। ফিতাগুলোকে কলম দিয়ে পেঁচিয়ে গোল গোল করে নাও।

তোমরা কি অক্টোপাস দেখেছ?

সাগরে বাস করে। ছোট ছোট আটটা পা আছে।

দেখলে ভয় লাগে।

আজ আমরা সেই অক্টোপাস বানাব।

সেটা করার জন্য এই জিনিসগুলো লাগবে।

একটা কাগজের প্লেট।

নীল ও সাদা কাগজ।

নীল ও কালো রঙের সাইনপেন।

পেনসিল।

আঠা।

কাঁচি।

কাগজের প্লেটটাকে নীল সাইন পেন দিয়ে রং করে ফেল। রং শুকানোর পর পরের ছবিতে দেখানো আকৃতিতে কেটে নাও। কাটার জন্য কাঁচি ব্যবহার করো।

সাদা কাগজে চোখ এঁকে কেটে নাও। সেই চোখ দুটো অক্টোপাসের মাথায় আঠা দিয়ে লাগিয়ে ফেল।

নীল সাইনপেন দিয়ে অক্টোপাসের মাথায় ছবিতে দেখানোর মতো ছোপ দাও।

নীল কাগজটাকে ফিতার মতো করে কেটে নাও। মোট আটটি ফিতা লাগবে। ফিতাগুলোকে কলম দিয়ে পেঁচিয়ে গোল গোল করে নাও।

কাগজের ফিতাগুলোকে আঠা দিয়ে অক্টোপাসের মাথার নিচে লাগিয়ে নাও। এবার শুকানোর জন্য অপেক্ষা করো।

ব্যস, হয়ে গেল আমাদের অক্টোপাস।

এ বিভাগের আরো খবর