রাস্তার পাশে ফুটে আছে নানা রঙের ফুল। চারদিকে নানা রঙের খেলা। সেজন্যই এই গ্রামের নাম রঙ্গীন গ্রাম।
রঙিন একটা গ্রামে গিয়েছিলো আমাদের ছোট্ট বন্ধু মুইদ।
সেই গ্রামে আছে লাল রঙের তালগাছ।
গাছের পাতাগুলি সবুজ আর হলুদ।
কৃষ্ণচূড়া গাছ ছেয়ে আছে লাল রঙের ফুলে।
মনে হয় যেন গাছে আগুন লেগেছে।
রাস্তার পাশে ফুটে আছে নানা রঙের ফুল।
চারদিকে নানা রঙের খেলা।
সেজন্যই এই গ্রামের নাম রঙিন গ্রাম।
ছবিটি এঁকেছে মো. মুইদ আল হাসান
সে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে তৃতীয় শ্রেণিতে পড়ে।
বন্ধুরা, চাইলে তোমরাও ছবি এঁকে আমাদের কাছে পাঠাতে পার। লিখতে পার ছড়া, গল্প কিংবা কৌতুক। লেখার সঙ্গে অবশ্যই তোমার নাম, স্কুলের নাম, কোন ক্লাসে পড় এবং আব্বু বা আম্মুর ফোন নম্বর দেবে।
পাঠানোর ঠিকানা: nbkidzone@gmail.com