কাঁচি দিয়ে সাদা আর্ট পেপারকে ত্রিভুজের মতো করে কেটে বেশ কয়েকটা দাঁত বানাও। দাঁতগুলোও আঠা দিয়ে লাগাও।
বক্সের টিস্যু শেষ হয়ে গেলে বক্সটা ফেলে দিও না। কারণ, এই বক্স দিয়েই আজ আমরা বানাব মেছোভূত।
যা যা লাগবে
একটা টিস্যু বক্স
সাদা আর্ট পেপার
দুই রকমের রং
কালো মার্কার পেন
বিভিন্ন রঙের পম পম।
কাঁচি এবং আঠা।
টিস্যু বক্সের বাইরে এক রং আর ভিতরে আরেক রং দিয়ে রঙিন করে ফেল।
আর্ট পেপারকে গোল গোল করে কেটে চোখ বানাও। মার্কার দিয়ে চোখের মণি এঁকে নাও। এবার আঠা দিয়ে ছবিতে দেখানো জায়গায় লাগিয়ে ফেল।
কাঁচি দিয়ে সাদা আর্ট পেপারকে ত্রিভুজের মতো করে কেটে বেশ কয়েকটা দাঁত বানাও। দাঁতগুলোও আঠা দিয়ে লাগাও।
পম পমগুলো তোমার ইচ্ছেমতো যেখানে খুশি সেখানে লাগাও।
ব্যস হয়ে গেল আমাদের মেছোভূত। এবার ওদের মিছেমিছি মাছ খেতে দাও।