কালো রঙের মাছটির শরীরে আছে লাল, নীল আর সাদা রঙের দাগ।
খুব সুন্দর একটা মাছ এঁকেছে আমাদের ছোট্ট বন্ধু শাইরাহ আফরা।
কলো রঙের মাছটির শরীরে আছে লাল, নীল আর সাদা রঙের দাগ।
লেজ আর পাখনাগুলোও কিন্তু রঙিন।
সবুজ আর হলুদে রাঙানো।
কী হতে পারে মাছটার নাম?
মনে হয় এর নাম রঙিন পুঁটি।
চাইলে তোমরাও এমন রঙিন পুটি, রঙিন তেলাপিয়া কিংবা রঙিন ইলিশ এঁকে আমাদের কাছে পাঠাতে পারো।
লিখতে পারো ছড়া, গল্প কিংবা কৌতুক। লেখার সঙ্গে অবশ্যই তোমার নাম, স্কুলের নাম, কোন ক্লাসে পড় এবং আব্বু বা আম্মুর ফোন নম্বর দেবে।
পাঠানোর ঠিকানা: nbkidzone@gmail.com