বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

গেকোভা খালামণির মাটির পুতুল

  •    
  • ২০ জুলাই, ২০২১ ১৬:৩০

পশুপাখিগুলো কিন্তু একেবারেই অন্য রকম। এদের মুখটা স্বাভাবিক হলেও শরীরটা মানুষের মতো।

রাশিয়ায় আমাদের এক খালামণি আছেন।

তার নাম ভ্যালেন্টিনা গেকোভা।

অবসর সময়ে তিনি কী করেন জানো?

মাটি দিয়ে পশুপাখি বানান।

তার পশুপাখিগুলো কিন্তু একেবারেই অন্য রকম।

এদের মুখটা স্বাভাবিক হলেও শরীরটা মানুষের মতো।

তাছাড়া এরা ফ্যাশনেবল পোশাক পরতে ভালোবাসে।

গত পাঁচ বছর ধরে গেকোভা খালামণি এসব বানাচ্ছেন।

তিনি কিন্তু কারও কাছে এসব বানানো শেখেননি।

নিজেই প্র্যাকটিস করতে করতে হাত পাকিয়েছেন।

চলো তাহলে, গেকোভা খালামণির বানানো অদ্ভুত পশুপাখিগুলো দেখে নিই।

খালামণির বানানো আরও পুতুল দেখতে চাইলে এখানে ক্লিক করো।

এ বিভাগের আরো খবর