বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

লম্বা কিশোরী ঝ্যাং জিয়ু

  •    
  • ২০ জুলাই, ২০২১ ১১:০০

ঝ্যাং নিয়মিত বাস্কেটবল খেলে। লম্বা হবার কারণে টপাটপ স্কোর করতে পারে। ওর বাবা-মাও কিন্তু বাস্কেটবল প্লেয়ার।

চীনে আমাদের এক বন্ধু আছে।

ওর নাম ঝ্যাং জিয়ু।

নামটা একটু অন্য রকম তাই না?

ঝ্যাং নিজেও কিন্তু অন্য রকম।

ওর বয়স মাত্র ১৪ বছর।

এই বয়সেই ওর উচ্চতা ৭ ফুট ৫ ইঞ্চি।

সব বন্ধুদের থেকে লম্বা ও।

শুধু কি তাই।

এ মুহূর্তে চীনের সবচেয়ে লম্বা মেয়ে সে।

তবে ঝ্যাং কিন্তু থেমে নেই।

ও এখনও লম্বায় বাড়ছে।

ডাক্তাররা বলেছেন, আরও তিন চার বছর বাড়বে সে।

কথাটা যদি সত্যি হয়, তাহলে পৃথিবীর সবচেয়ে লম্বা নারী স্যান্ডি অ্যালেনের চেয়েও লম্বা হয়ে যেতে পারে সে।

বাস্কেটবল খেলছে ঝ্যাং।

স্যান্ডির উচ্চতা ছিল ৭ ফুট ৭ ইঞ্চি।

ঝ্যাং নিয়মিত বাস্কেটবল খেলে।

লম্বা হবার কারণে টপাটপ স্কোর করতে পারে।

ওর বাবা-মাও কিন্তু বাস্কেটবল প্লেয়ার। তারাও অনেক লম্বা।

ঝ্যাংয়ের বাবার উচ্চতা ৬ ফুট ১১ ইঞ্চি এবং মায়ের উচ্চতা ৬ ফুট ৬ ইঞ্চি।

আচ্ছা, তোমার উচ্চতা কত?

মেপে দেখো তো।

এ বিভাগের আরো খবর