আবহাওয়া অফিস থেকে
শেষে বলা হয়,
বনটি কাঁপার কারণ মোটেই
ভূমিকম্প নয়।
ভূমিকম্প ভূমিকম্প
কাঁপছে পুরো বন,
ভয়ের চোটে কাঁপলো দেহ
কাঁপলো সবার মন।
আবহাওয়া অফিস থেকে
শেষে বলা হয়,
বনটি কাঁপার কারণ মোটেই
ভূমিকম্প নয়।
পরের দিনই জানা গেল
হাতির ছিল জ্বর,
বিশাল দেহে কাঁপুনিও
করেছিল ভর।