আপাতত মনে হচ্ছে ছবি দুটি হুবহু এক। ব্যাপারটা কিন্তু তা নয়। ছবি দুটোর মধ্যে আছে ছয়টি পার্থক্য।
পাশাপাশি দুটি ছবি।
ছবিতে দেখা যাচ্ছে, দুই ভাই-বোন মজা করে খাচ্ছে।
একজন খাচ্ছে আইসক্রিম, অন্যজন জুস।
টেবিলে আরও খাবার সজিয়ে রাখা আছে।
পেছনের জানালা দিয়ে হু হু করে বাতাস আসছে।
সে জন্য উড়ছে পর্দা।
বাইরের বাগানও দেখা যাচ্ছে জানালা দিয়ে।
আপাতত মনে হচ্ছে ছবি দুটি হুবহু এক।
ব্যাপারটা কিন্তু তা নয়।
ছবি দুটোর মধ্যে আছে ছয়টি পার্থক্য।
তুমি কি পার্থক্যগুলো খুঁজে বের করতে পারবে?
যদি পারো তাহলে তোমাকে অগ্রিম শুভেচ্ছা।
আর না পারলে মন খারাপ করার কিছু নেই।
নিচের ছবিতে উত্তর দেয়া আছে।
সেখানে চোখ বুলিয়ে নিও।