বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

হরেক রকম ডিম

  •    
  • ১৩ জুলাই, ২০২১ ১৫:৩০

সবচেয়ে বড় ডিম দেয় উটপাখি। ওদের একটা ডিমের ওজন দেড় কেজিও হতে পারে।  

মুরগির ডিম তো সবাই দেখেছ?

কোনোটা সাদা, কোনোটা লাল। হাঁসের ডিম আকারে মুরগির ডিমের চেয়ে বড়। এটার রং নীল।

আমরা সবাই ডিম খেতে পছন্দ করি।

বেশির ভাগ পাখি ও সরীসৃপ ডিম দেয়।

সবচেয়ে বড় ডিম দেয় উটপাখি।

ওদের একটা ডিমের ওজন দেড় কেজিও হতে পারে।

ডাইনোসরের ডিম আরও বড় হতো বলে মনে করেন বিজ্ঞানীরা।

হামিংবার্ডের ডিম সবচেয়ে ছোট। ওজন মাত্র আধা গ্রাম।

কীটপতঙ্গ ও অমেরুদণ্ডীদের ডিম এর চাইতেও ছোট হয়।

আজ আমরা দেখব বেশ কয়েক রকম ডিম।

কুমিরের ডিম। এই ডিমগুলো একটু লম্বা ধরনের।

কাকের ডিম। কাকের বাসায় কিন্তু মাঝে মাঝে কোকিলও ডিম পেরে যায়।

ইমু পাখির ডিম। এদের ডিম উটপাখির ডিমের চেয়ে সামান্য ছোট।

হামিংবার্ডের ডিম। চাবি দেখেই বুঝতে পারছ ডিমগুলো কত্ত ছোট।

মাঝের সাদাটা উটপাখির ডিম। পাশেরগুলো মুরগির ডিম।

পেঙ্গুইনের ডিম। পেঙ্গুইনটা ডিমে তা দেবার প্রস্তুতি নিচ্ছে।

অজগর সাপের ডিম।

এ বিভাগের আরো খবর