ঝালের চোটে মুখের ভেতর
পুড়ে গেল ছাল
টিয়াপাখি পান খেয়েছে
ঠোঁট করেছে লাল,
বেশ পরিমাণ চুন দিয়েছে
লাগছে তাই তো ঝাল,
মাথা হলো টাল।
ঝালের চোটে মুখের ভেতর
পুড়ে গেলো ছাল,
হাসপাতালে ডাক্তারবাবু
করেছে দেখভাল,
রিপোর্ট দেবে কাল।