বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

এবার বানাও পশুর রাজা সিংহ

  •    
  • ৩ জুলাই, ২০২১ ১২:৫৬

হলুদ আর্ট পেপারটাকে গোল করে কেটে নাও। চারপাশে ছোট ছোট করে এমনভাবে কাটো, যেন সিংহের কেশরের মতো দেখা যায়।

পশুর রাজা সিংহ। খুব ভয়ংকর প্রাণী সে। ক্ষিধে লাগলেই সে হরিণ, মহিষ, গাই ধরে খায়।

আজ আমরা সেই ভয়ংকর প্রাণী সিংহকে বানাব। তোমরা কেউ আবার ভয় পেয়ো না। বরং ঝটপট নিচের তালিকার জিনিসগুলো সংগ্রহ করে ফেলো।

যা যা লাগবে

১. কাঠের বা প্লাস্টিকের চা চামচ

২. হলুদ আর্ট পেপার

৩. দুটো গুগলি চোখ

৪. গোলাপি এবং খয়েরি মার্কার কলম

৫. কাঁচি

৬. আঠা

হলুদ আর্ট পেপারটাকে গোল করে কেটে নাও। চারপাশে ছোট ছোট করে এমন ভাবে কাটো যেন সিংহের কেশরের মতো দেখা যায়। গোল কাগজটার নিচের দিকে আড়াআড়িভাবে একটা ছিদ্র করো, যেন চামচটা সেখান দিয়ে ঢোকানো যায়।

চামচটা সেই ছিদ্র দিয়ে ঢুকিয়ে আঠা দিয়ে লাগিয়ে নাও। এবার গুগলি চোখ দুটো ছবিতে দেখানো জায়গায় আঠা দিয়ে লাগাও। মার্কার দিয়ে সিংহের মুথ, নাক এবং গোঁফ আঁকো। ব্যস, হয়ে গেল তোমার সিংহ।

এ বিভাগের আরো খবর