একদিন তিনি ভাবলেন, আমাদের পরিচিত পশুপাখিগুলোর দেহ যদি মানুষের মতো হতো, তাহলে কেমন দেখাত?
মিগুয়েল ভ্যাল্লিনাস চাচ্চু বাস করেন স্পেনের মাদ্রিদে।
তোমাদের মতো তিনিও এটা সেটা কল্পনা করতে ভালোবাসেন।
একদিন তিনি ভাবলেন, আমাদের পরিচিত পশুপাখিগুলোর দেহ যদি মানুষের মতো হতো, তাহলে কেমন দেখাত?
সেই ভাবনা থেকেই তিনি এই ছবিগুলো তৈরি করেছেন।
সেজন্য তাকে ফটোশপ অ্যাপসের সাহায্য নিতে হয়েছে।
তার আগে তুলতে হয়েছে মানুষের ছবি।
সেই ছবিতে পশু বা পাখির মাথাটা ফটোশপের মাধ্যমে সংযুক্ত করে তারপর তৈরি হয়েছে এই মজার ছবিগুলো।
এক একটা ছবি তৈরি করতে তাকে দুই ঘণ্টার বেশি সময় ব্যয় করতে হয়েছে।
চলো তাহলে, দেখে নিই তার অদ্ভুত ছবিগুলো।
আরও ছবি দেখতে চাইলে ভ্যাল্লিনাস চাচ্চুর নিজস্ব ওয়েবসাইটে চলে যাও।