বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

আমাদের গ্রাম

  •    
  • ২৮ জুন, ২০২১ ১০:৪৭

মাঝখানে সবুজ ধানের ক্ষেত। ক্ষেতের ওপর দিয়ে উড়ে চলেছে একটা রঙিন প্রজাপতি।

চমৎকার গ্রামের দৃশ্য এঁকেছে আমাদের ছোট্ট বন্ধু সুমাইলা নূর করিম।

ওর ছবিতে বাংলাদেশের গ্রামের চিত্রটা ফুটে উঠেছে।

সবুজ গাছপালার ওপর দিয়ে উঁকি দিচ্ছে সূর্য।

মাঝখানে সবুজ ধানের ক্ষেত।

ক্ষেতের ওপর দিয়ে উড়ে চলেছে একটা রঙিন প্রজাপতি।

গ্রামের পাশে একটা বড় নদী।

সূর্যের প্রতিচ্ছবি দেখা যাচ্ছে নদীর পানিতে।

ওদিকে মাঝি ভাই নৌকা নিয়ে হাটে যাচ্ছেন।

তবে তোমাদের মতো শিশুদের দেখা যাচ্ছে না।

ওরা সম্ভবত ঘুম থেকে উঠে পড়তে বসেছে।

বন্ধুরা, চাইলে তোমরাও ছবি এঁকে আমাদের কাছে পাঠাতে পারো। লিখতে পারো গল্প, কৌতুক কিংবা মজার ঘটনা। লেখার সঙ্গে অবশ্যই তোমার নাম, স্কুলের নাম, কোন ক্লাসে পড় এবং আব্বু বা আম্মুর ফোন নম্বর দেবে।

পাঠানোর ঠিকানা: nbkidzone@gmail.com

এ বিভাগের আরো খবর