খুব সুন্দর একটা মাছ এঁকেছে আমাদের বন্ধু সানজিদা নাহার।
নানা রং দিয়ে সেজেছে সে।
কেন সেজেছে?
মনে হয় আজ ওর স্কুলে ‘যেমন খুশি তেমন সাজো’ প্রতিযোগিতা হচ্ছে।
সেখানে অংশ নিচ্ছে মাছটা।
আমার মনে হচ্ছে সেখানে মাছটা অবশ্যই প্রথম পুরস্কার পাবে।
তোমার কী মনে হচ্ছে?
চমৎকার রঙিন মাছটা আঁকার জন্য সানজিদাকে অনেক অনেক ধন্যবাদ।
তোমরাও তো সানজিদার মতো সুন্দর সুন্দর ছবি আঁকতে পারো।
সেই ছবিগুলো আমাদের কাছে পাঠিয়ে দিলে আমরা সেটা প্রকাশ করব।
তাহলে দেরি কেন?
তোমাদের আঁকা ছবিগুলো পাঠিয়ে দাও আমাদের কাছে। এ ছাড়া ছড়া, গল্প, কমিক, জোক লিখেও পাঠাতে পারো। লেখার বা আঁকার সঙ্গে তোমার নাম, ক্লাস, স্কুলের নাম এবং আব্বু বা আম্মুর ফোন নম্বর দিতে কিন্তু ভুলবে না।
পাঠানোর ঠিকানা: nbkidzone@gmail.com