আরও বিস্কুট খেয়ে ফেলার আগে ইঁদুরটাকে আমাদের খুঁজে বের করতে হবে।
খুব সুন্দর একটা রান্নাঘর দেখতে পাচ্ছ তোমরা।
খালামণি বিস্কুট বানিয়ে রেখেছেন।
জুসও বানানো আছে।
একটু পরেই টেবিলে পরিবেশন করা হবে।
ওদিকে জানালা দিয়ে দেখা যাচ্ছে নীল আকাশ।
কিছু গাছপালাও দেখা যাচ্ছে।
কিন্তু সমস্যা হচ্ছে, একটা দুষ্টু ইঁদুর প্লেট থেকে একটা বিস্কুট নিয়ে গেছে।
রান্নাঘরের কোথাও লুকিয়ে লুকিয়ে খাচ্ছে সে।
আরও বিস্কুট খেয়ে ফেলার আগে ইঁদুরটাকে আমাদের খুঁজে বের করতে হবে।
তাহলে দেরি না করে খোঁজ শুরু করে দাও।
যারা খুঁজে পাবে, তাদের জন্য অভিনন্দন রইল।
আর যারা পাওনি, তারা নিচের ছবিটা দেখে না।
ওখানে দুষ্টু ইঁদুরটাকে চিহ্নিত করা আছে।