বিশাল আকারের শিয়াল, চড়ুই, কাক, গিরগিটি বসে আছে সেন্ট পিটার্সবার্গ শহরের এখানে সেখানে।
আমাদের চেনাজানা পশুপাখিগুলো যদি ডাইনোসরের মতো বিশাল আকারের হতো, তাহলে নিশ্চয়ই মজা পেতে?
রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ শহরে বাস করেন ভাদিম স্লোভিয়েভ চাচ্চু।
তোমাদের মতো করে তিনিও একদিন ভাবলেন, সেন্ট পিটার্সবার্গ শহরে যদি বড় বড় পশুপাখি এসে জড়ো হয় তাহলে কেমন হবে?
সেই ভাবনা থেকেই তিনি কম্পিউটারে ফটোশপ সফটওয়্যারের মাধ্যমে ফুটিয়ে তুললেন মজার সব ছবি।
বিশাল আকারের শিয়াল, চড়ুই, কাক, গিরগিটি বসে আছে সেন্ট পিটার্সবার্গ শহরের এখানে সেখানে।
চলো, সেই ছবিগুলো দেখে নেই।