আমাদের পৃথিবীতে এমন একটি সাগর আছে যার নাম মৃতসাগর।
মৃতসাগর নাম হলেও সেখানে কখনো মানুষ ডুবে মারা যায়নি।
একে সাগর বলা হলেও আসলে এটি একটি হ্রদ।
এর অবস্থান জর্ডান ও ফিলিস্তিনের মাঝামাঝি স্থানে।
মৃতসাগর কিন্তু বিশ্বের সবচেয়ে নিচু জায়গা।
এমনকি এটি বিশ্বের সবচেয়ে লবণাক্ত হ্রদের একটি।
সাগরে যে পরিমাণ লবণ থাকে তার অন্তত ৯ গুণ বেশি লবণ আছে এই মৃতসাগরে।
তোমরা যদি সাঁতার নাও জানো, তবু মৃত সাগরে ভেসে থাকতে পারবে।
তাই ভয় না পেয়ে তোমরাও গোসলে নেমে যেতে পারবে সাগরটিতে। তবে ভয়ের কারণ আছে অন্য জায়গায়।
মৃতসাগরের পানি কোনোভাবেই খাওয়া যাবে না। ভুলেও যদি সে পানি পেটে যায় তবে সঙ্গে সঙ্গে বমি বা পেটের ব্যামো শুরু হবে।
মৃতসাগরের পানিতে কেন মানুষ ডোবে না জানো? মানুষের শরীরের ঘনত্বের চেয়ে মৃত সাগরের পানির ঘনত্ব বেশি। তাই ডোবে না কেউ।
ও হ্যাঁ, আরেকটি কথা; মৃতসাগরের পানি অতিরিক্ত লবণাক্ত হওয়ায় সেখানে কোনো মাছ নেই।