ঢোলের শব্দ শুনে এ গাছ থেকে ওই গাছে পাখিরা উড়ে বেড়াচ্ছে। তারা খুব মজা পাচ্ছে।
গভীর রাত।
আকাশে বিশাল তারা উঠেছে।
তবু চারদিকে ঘুটঘুটে অন্ধকার।
ফুটে আছে নাম না জানা অনেক ফুল।
ফুলের ওপরই মনের আনন্দে ঢোল বাজাচ্ছে ঢুলি।
ঢোলের শব্দ শুনে এ গাছ থেকে ওই গাছে পাখিরা উড়ে বেড়াচ্ছে।
তারা খুব মজা পাচ্ছে।
তোমরা কি কখনো ঢুলি দেখেছো?
তোমরা না দেখলে কী হবে, জারিফ কিন্তু ঠিকই দেখেছে।
না দেখলে এত চমৎকার করে ঢুলির ছবি আঁকল কীভাবে?
জারিফের পুরো নাম জারিফ ওয়াজির মিয়া।
বন্ধুরা, চাইলে তোমরাও ছবি এঁকে আমাদের কাছে পাঠাতে পারো। লিখতে পারো ছড়া, গল্প কিংবা কৌতুক। লেখার সঙ্গে অবশ্যই তোমার নাম, স্কুলের নাম, কোন ক্লাসে পড়ো এবং আব্বু বা আম্মুর ফোন নম্বর দেবে।
পাঠানোর ঠিকানা: nbkidzone@gmail.com