বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

শব্দগুলো খুঁজে বের করো

  •    
  • ১৪ জুন, ২০২১ ১০:০৬

শব্দগুলো হলো DAMP, StoRM, WET, PUDDLE, SHOWERS এবং CLOUDS।

এইমাত্র পড়েছে ছুটির ঘণ্টা।

বাচ্চারা স্কুল থেকে বেরিয়েছে।

ওদিকে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে।

বৃষ্টিতে মজা করছে সবাই।

খুব সুন্দর না দৃশ্যটা?

এই সুন্দর দৃশ্যের মধ্যে ছয়টি শব্দ লুকানো আছে।

শব্দগুলো হলো DAMP, StoRM, WET, PUDDLE, SHOWERS এবং CLOUDS।

তোমাদের শব্দগুলো খুঁজে বের করতে হবে।

সময় মাত্র ৫ মিনিট।

এবার দেখব, কে কে পারো।

...বেশ, ৫ মিনিট শেষ।

যারা পেরেছো, তাদের ধন্যবাদ।

আর যারা পারোনি, তারা উত্তর দেখে নাও।

নিচের ছবিতে উত্তর দেয়া আছে।

এ বিভাগের আরো খবর