বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

দুই বন্ধুর গল্প

  •    
  • ১৩ জুন, ২০২১ ১০:৩১

কুকুরের কাজ ছিল রাজহাঁস দেখলেই ঘেউ ঘেউ করে তাদের তাড়ানো।

পোল্যান্ডের ন্যাশনাল পার্কে রাজহাঁসের আনাগোনা বেড়ে গিয়েছিল।

ওরা এখানে-সেখানে মল ত্যাগ করে পার্ক নোংরা করছিল।

কর্তৃপক্ষ তাই রাজহাঁস তাড়ানোর সিদ্ধান্ত নিল।

সে জন্য তারা প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর নিয়োগ করল।

কুকুরের কাজ ছিল রাজহাঁস দেখলেই ঘেউ ঘেউ করে তাদের তাড়ানো।

এই কাজ করতে গিয়ে বাকস্ নামের একটা কুকুরের সাথে বাটনস নামের একটা রাজহাঁসের বন্ধুত্ব হয়ে গেল।

তারা একসঙ্গে পার্কে ঘুরে বেড়াত, খেলত।

এভাবে দিন ভালোই কাটছিল।

হঠাৎ একদিন দুর্ঘটনায় বাকস্ অন্ধ হয়ে গেল।

দৃষ্টিশক্তি হারিয়ে সে হয়ে পড়ল অসহায়।

বাটনস তার অন্ধ বন্ধুকে নিয়ে পার্কে যাচ্ছে।

কোথাও যেতে পারে না, খেলতে পারে না।

মনমরা হয়ে সারাক্ষণ বসে থাকে।

অসহায় বন্ধুকে সাহায্য করতে এগিয়ে এলো রাজহাঁস বাটনস।

বাটনস তার কুকুর বন্ধুকে পথ দেখিয়ে পার্কে নিয়ে আসা শুরু করল।

আগের মতো ঘুরতে আর একসঙ্গে খেলতে শুরু করল।

এখন বাকস্ অনেক খুশি।

রাজহাঁসের সঙ্গে খেলছে কুকুর বাকস্।

দেখতে না পেলেও আগের মতো খেলতে পারছে, ঘুরতে পারছে বলে সে এখন আনন্দিত।

আমাদেরও রাজহাঁস বাটনসের মতো হওয়া উচিত।

বিপদে পড়া কুকুর বন্ধুকে সে যেমন ছেড়ে যায়নি, তেমনি আমাদেরও উচিত, যেসব বন্ধু বিপদে পড়েছে তাদের ছেড়ে না গিয়ে সাহায্য করা।

এ বিভাগের আরো খবর