কোন পথে গেলে মা তার ছানাদের পাবে, সেটা দেখিয়ে দাও।
দুষ্টু ছানাগুলো মায়ের চোখ ফাঁকি দিয়ে কখন যে বাইরে গিয়েছে, মা বুঝতেই পারেনি।
ছানা দুটো এখন লেকের পানিতে সাঁতার কাটছে।
ওদিকে মা হাঁসটা খুঁজে খুঁজে হয়রান।
কোথাও পাওয়া যাচ্ছে না ছানাদের।
তোমরা ওদের মাকে একটু সাহায্য করো তো।
কোন পথে গেলে মা তার ছানাদের পাবে, সেটা দেখিয়ে দাও।
আর পথ যদি খুঁজে না পাও, তাহলেও সমস্যা নেই।
নিচের ছবিতে পথ দেখানো আছে।
তাহলে চলো, পথ দেখানো শুরু করা যাক।