বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ছেলেবেলা নিয়ে

  • গোলাম নবী পান্না   
  • ৮ জুন, ২০২১ ১০:০২

ঘুড়িটার পিছু পিছু মনে হতো উড়ি দুষ্টোমী করা সে তো ছিলো না তো জুড়ি।

ছেলেবেলা বলতেই খেলে নানা খেলা

সময়ের সাথে কতো হতো হেলাফেলা।

পড়ালেখা ফেলে রেখে চলে গেছি মাঠে,

মনটাকে বসানোই যেতো না তো পাঠে।

বাবা-মার বারণটা কারণটা খুঁজে

উল্টোটা করেছি তো দুই চোখ বুজে।

ঘুড়িটার পিছু পিছু মনে হতো উড়ি

দুষ্টোমী করা সে তো ছিলো না তো জুড়ি।

কবুতর উড়ে চলা তার পিছু হেঁটে

সময়টা গেছে কতো দেখেছি তা ঘেঁটে?

খালে নেমে হাঁটু জলে তাতে মাছ ধরা

সাথীদের সাথে নিয়ে হইচই করা।

ইশকুল ফাঁকি দেয়া সেটাও তো ছিলো

ছেলেবেলা স্মৃতিগুলো যেনো নাড়া দিলো।

আরো কতো স্মৃতি আছে ছেলেবেলা নিয়ে,

হবে না তো শেষ তার এই লেখা দিয়ে।

এ বিভাগের আরো খবর