সাগরের পানি ভেদ করে রোদ গিয়ে পড়েছে ওদের গায়ে। সে জন্য ওদের ছায়া পড়েছে মাটিতে।
বেলুগা আর নারওয়াল দুটো মনের আনন্দে সাগরের পানিতে খেলছে।
তখন ছিল বেশ রোদ।
সাগরের পানি ভেদ করে রোদ গিয়ে পড়েছে ওদের গায়ে।
সে জন্য ওদের ছায়া পড়েছে মাটিতে।
চলো এবার আমরা ওদের নিয়ে একটু গবেষণা করি।
ছবির ডানে অনেকগুলো ছায়া আছে।
এর মধ্যে একটি ছায়া আসল।
তোমাদের বলতে হবে, ওদের আসল ছায়া কোনটি।
একটু চেষ্টা করলেই তোমরা উত্তরটা খুঁজে বের করতে পারবে।
যারা পারবে না, তাদের জন্য নিচের ছবিতে উত্তর দেয়া আছে।
বেশ, তাহলে চলো ওদের ছায়া খুঁজে বের করি।