বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ছায়ার খোঁজে

  •    
  • ৭ জুন, ২০২১ ১৬:১৪

সাগরের পানি ভেদ করে রোদ গিয়ে পড়েছে ওদের গায়ে। সে জন্য ওদের ছায়া পড়েছে মাটিতে।

বেলুগা আর নারওয়াল দুটো মনের আনন্দে সাগরের পানিতে খেলছে।

তখন ছিল বেশ রোদ।

সাগরের পানি ভেদ করে রোদ গিয়ে পড়েছে ওদের গায়ে।

সে জন্য ওদের ছায়া পড়েছে মাটিতে।

চলো এবার আমরা ওদের নিয়ে একটু গবেষণা করি।

ছবির ডানে অনেকগুলো ছায়া আছে।

এর মধ্যে একটি ছায়া আসল।

তোমাদের বলতে হবে, ওদের আসল ছায়া কোনটি।

একটু চেষ্টা করলেই তোমরা উত্তরটা খুঁজে বের করতে পারবে।

যারা পারবে না, তাদের জন্য নিচের ছবিতে উত্তর দেয়া আছে।

বেশ, তাহলে চলো ওদের ছায়া খুঁজে বের করি।

এ বিভাগের আরো খবর