বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

রূপকথার রাজ্য

  •    
  • ৭ জুন, ২০২১ ১২:৩৭

২০২০ সালের এপ্রিল মাস থেকে বাসার ছাদে বাগান করছে রূপকথা। ১৫টা গাছ নিয়ে শুরু রূপকথার সেই রাজ্যে এখন ৩০০টিরও বেশি গাছ আছে।

দুষ্টু করোনার কারণে আমাদের সবার স্কুল বন্ধ।

অনলাইনে ক্লাস হচ্ছে কিন্তু ক্লাসরুমে বসে ক্লাস করার মজা কী অনলাইন ক্লাসে পাওয়া যায় বলো?

স্কুলের বন্ধুদের ছাড়া আমাদের কারোরই সময় ভালো ভাবে কাটছে না।

বাসায় অবসর সময় কাটাতে আমরা কেউ বই পড়ছি, কেউ ছবি আঁকছি, কেউ বা আব্বু আম্মুর মোবাইল ফোনে গেমস খেলছি।

আমাদের ছোট্ট বন্ধু রূপকথা কিন্তু এসব করছে না।

সে সময় কাটাচ্ছে বাগান করে।

ভিকারুন নিসা নূন স্কুলে ষষ্ঠ শ্রেণিতে পড়ে সে।

২০২০ সালের এপ্রিল মাস থেকে বাসার ছাদে বাগান করছে রূপকথা।

১৫টা গাছ নিয়ে শুরু রূপকথার সেই রাজ্যে এখন ৩০০টিরও বেশি গাছ আছে।

গাছের যত্ন নিচ্ছে রূপকথা।

ফুলে ফুলে বাগানটা যখন ছেয়ে যায়, তখন দেখতে দারুণ লাগে।

রূপকথা নিজেই গাছের পরিচর্যা করে।

পানি দেয়া, আগাছা পরিষ্কার করা, সার দেয়া- এ রকম সব কাজ।

রূপকথার আম্মুও মাঝে মাঝে সাহায্য করেন।

এর মধ্যে রূপকথার মাথায় আসে নতুন ভাবনা।

সে ভাবল, আমার রাজ্যে গাছ থাকবে কিন্তু সেই রাজ্যে পাখি থাকবে না, তা কী হয়!

সেই ভাবনা থেকে কবুতর পোষা শুরু করে রূপকথা।

আটটি কবুতর নিয়ে যাত্রা শুরু করে সে।

এখন তার রাজ্যে ২৫টির মতো কবুতর আছে।

রূপকথার রাজ্যের বাসিন্দা এই কবুতরগুলো।

কবুতর পালন শুরু করার পর রূপকথার ব্যস্ততাও বেড়ে গেছে।

তাই বলে লেখাপড়াকে অবহেলা করেনি সে।

অনলাইনে ক্লাস করে যাচ্ছে নিয়মিত।

দিনের পড়া শেষ করে তবেই সে বসে তার রাজ্য নিয়ে।

করোনার অবসরে রূপকথার মতো তোমরা কে কী করছ সেটা জানতে ইচ্ছে করছে।

দেরি না করে লিখে পাঠাও আমাদের ঠিকানায়।

সঙ্গে তোমার কাজের ছবি দিতে কিন্তু ভুলবে না।

আমাদের ঠিকানা: nbkidzone@gmail.com

এ বিভাগের আরো খবর