বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

নীলচে পাখি লেজ ঝোলা

  •    
  • ৬ জুন, ২০২১ ১০:২৮

পাখিটার নাম নীলচে পাখি লেজ ঝোলা। এই নাম দিয়েছে আমাদের ছোট্ট বন্ধু সায়মা আহাদ খান।

গাছে ফুটেছে খুব সুন্দর একটা ফুল।

সেই ফুলের টানে নীল রঙের পাখিটা এসে বসেছে ডালে।

ফুলটা মনে হয় ওর খুব পছন্দ হয়েছে।

পাখিটাও কিন্তু খুব সুন্দর।

ওর নাম কী জানো?

ওর নাম নীলচে পাখি লেজ ঝোলা।

এই নাম দিয়েছে আমাদের ছোট্ট বন্ধু সায়মা আহাদ খান।

পাখিটাকে এঁকেছে সে।

চমৎকার নীল পাখিটা আঁকার জন্য সায়মাকে অনেক অনেক ধন্যবাদ।

তোমরাও তো সায়মার মতো সুন্দর সুন্দর ছবি আঁকতে পারো।

সেই ছবিগুলো আমাদের কাছে পাঠিয়ে দিলে আমরা সেটা প্রকাশ করব।

তাহলে দেরি কেন?

তোমাদের আঁকা ছবিগুলো পাঠিয়ে দাও আমাদের কাছে। এ ছাড়া ছড়া, গল্প, কমিক, জোক লিখেও পাঠাতে পারো। লেখার বা আঁকার সঙ্গে তোমার নাম, ক্লাস, স্কুলের নাম এবং আব্বু বা আম্মুর ফোন নম্বর দিতে কিন্তু ভুলবে না।

পাঠানোর ঠিকানা: nbkidzone@gmail.com

এ বিভাগের আরো খবর