বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

স্যারের চশমা হারিয়েছে

  •    
  • ৫ জুন, ২০২১ ০৯:৫৭

স্যারের চশমাটা হারিয়ে গেছে। কোথায় যে পড়েছে তিনি বুঝতেই পারছেন না।

গণিত ক্লাস চলছে।

কিন্তু ছোট্ট বন্ধুরা খুব দুষ্টু।

ক্লাস করার বদলে ওরা সবাই মজা করছে।

কেউ কাগজের বিমান বানিয়ে ওড়াচ্ছে।

কেউ পাশের জনের চুল টানছে।

একজন তো আরও দুষ্টু।

সে ঘুমিয়ে পড়েছে।

এদিকে স্যার রেগে আছেন।

কেন রেগে আছেন, জানো?

স্যারের চশমাটা হারিয়ে গেছে।

কোথায় যে পড়েছে তিনি বুঝতেই পারছেন না।

দুষ্টু বন্ধুরাও কেউ সাহায্য করছে না।

আচ্ছা, তুমি কি চশমাটা খুঁজে দিতে পারবে?

দাওনা খুঁজে?

চশমাটা পেলে স্যার খুব খুশি হবেন।

তাহলে তিনি সুন্দরভাবে ক্লাসটা নিতে পারবেন।

যারা চশমা খুঁজে পাবে, তাদের জন্য অভিনন্দন রইল।

আর যারা পাওনি, তারা নিচের ছবিটা দেখে না।

ওখানে চশমাটা চিহ্নিত করা আছে।

এ বিভাগের আরো খবর