বাছাই করা কৌতুকের সঙ্গে কার্টুনগুলো এঁকেছেন তোমাদের প্রিয় কার্টুনিস্ট কাওছার মাহমুদ।
কমিকস-কার্টুন পড়তে কার না ভালো লাগে।
আর কার্টুনটা যদি হয় কৌতুকের ওপর ভিত্তি করে করা, তাহলে তো আর কথাই নেই।
হাসতে হাসতে পেটের বারোটা বেজে যায়।
তেমনই একটা বইয়ের নাম ‘প্রবাদের সঙ্গে কৌতুক ফ্রি।’
বাছাই করা কৌতুকের সঙ্গে কার্টুনগুলো এঁকেছেন তোমাদের প্রিয় কার্টুনিস্ট কাওছার মাহমুদ।
মোট ১০৪টি কৌতুক কার্টুন আছে বইটিতে।
বোনাস হিসেবে কৌতুক কার্টুনের সঙ্গে আছে ১০৪টি প্রবাদ কার্টুন।
সব মিলিয়ে ২০৮টি কার্টুন পাওয়া যাবে বইটিতে।
তোমরা যারা কার্টুন ভালোবাসো, তারা বইটি সংগ্রহ করতে পারো।
বইটি প্রকাশ করেছে কথা প্রকাশ।
মূল্য ২০০ টাকা।