খুব সুন্দর একটা ময়ূর, তাই না?
গোলাপি, হলুদ, সাদা- নানা রঙের পেখম তুলে উড়ছে সে।
ডানাটাও দেখতে দারুণ।
সেখানেও বসেছে হরেক রঙের মেলা।
সবচেয়ে মজার বিষয় হচ্ছে, আমাদের এই ময়ূরটা সবুজ।
এ রকম ময়ূর কি তোমরা কখনও দেখেছ?
দেখবে কী করে? সে তো ময়ূরের রানি।
মাথায় মুকুট পরে আছে।
ময়ূরের রানিরা কি পৃথিবীতে থাকে!
তারা থাকে স্বর্গে।
ময়ূরের রানির এই চমৎকার ছবিটি এঁকেছে সাইরা আফরা।
আমরা জানি, তোমরাও আফরার মতো সুন্দর সুন্দর ছবি আঁকতে পার।
তাহলে দেরি কেন?
তোমাদের আঁকা ছবিগুলো পাঠিয়ে দাও আমাদের কাছে। সেগুলো প্রকাশ করবে কিডজোন। ছবির সঙ্গে তোমার নাম, ক্লাস, স্কুলের নাম এবং আব্বু বা আম্মুর ফোন নম্বর দিতে কিন্তু ভুলবে না।
পাঠানোর ঠিকানা nbkidzone@gmail.com