বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কুমোরপাড়া

  •    
  • ২ জুন, ২০২১ ১০:৫১

কুমোররা যেখানে থাকে তাকে বলে কুমোরপাড়া বা কুমোরটুলি।

তাসফিয়ার আঁকা ছবিতে একটা লোককে দেখা যাচ্ছে।

সে খুব মনোযোগ দিয়ে কাজ করছে।

মাটির হাঁড়িপাতিল বানাচ্ছে লোকটা।

এরা মৃৎশিল্পী।

মাটি দিয়ে নানারকম পাত্র, খেলনা, মূর্তি তৈরি করে।

এমনিতে সবাই এদের কুমোর বলে ডাকে।

কুমোররা যেখানে থাকে তাকে বলে কুমোরপাড়া বা কুমোরটুলি।

গোলাকৃতির একটি ঘুরন্ত চাকা ব্যবহার করে কুমোররা এসব বানায়।

মাটির জিনিসের ব্যবহার কমে গিয়েছে বলে কুমোররা খুব কষ্টে আছে।

গ্রামে গেলে তোমরা এখনও কুমোরদের দেখতে পাবে।

চমৎকার এই ছবিটি এঁকেছে রিফাহ তাসনিম তাসফিয়া।

সে পরশমণি ল্যাবরেটরি স্কুলে ষষ্ঠ শ্রেণিতে পড়ে।

আমরা জানি, তোমরাও তাসফিয়ার মতো সুন্দর সুন্দর ছবি আঁকতে পারো।

তাহলে দেরি কেন?

তোমাদের আঁকা ছবিগুলো পাঠিয়ে দাও আমাদের কাছে। সেগুলো প্রকাশ করবে কিডজোন। ছবির সঙ্গে তোমার নাম, ক্লাস, স্কুলের নাম এবং আব্বু বা আম্মুর ফোন নম্বর দিতে কিন্তু ভুলবে না।

পাঠানোর ঠিকানা nbkidzone@gmail.com

এ বিভাগের আরো খবর