ইদানীং কখনও মেঘ, কখনও বৃষ্টি আবার কখনওবা রোদের দেখা পাওয়া যায়। আমরা আজ সেই মেঘ, বৃষ্টি, রোদকে ঘরে নিয়ে আসব। সে জন্য আমাদের কিছু জিনিস লাগবে।
যা যা লাগবে
১. নীল ও সাদা কাগজ।
২. তুলা।
৩. কাগজের প্লেট।
৪. হলুদ রং।
৫. আঠা।
৬. স্বচ্ছ টেপ।
৭. কাঁচি।
৮. সুতা।
৯. রং করার তুলি।
কাঁচি দিয়ে সাদা কাগজটাকে মেঘের আকারে কেটে নাও। নীল কাগজটাকে কেটে অনেক পানির ফোঁটা বানাও। ১০ ইঞ্চি আকারের কমপক্ষে ৪টি সুতার টুকরা নিয়ে নাও। স্বচ্ছ টেপ ব্যবহার করে ছবিতে যেভাবে দেখানো হয়েছে সেভাবে মেঘ, সুতা এবং পানির ফোঁটা জুড়ে দাও।
কাগজের প্লেটটাকে হলুদ রং করতে হবে। এ জন্য তুলি ব্যবহার করো। রং শুকানোর জন্য প্লেটটাকে কিছুক্ষণ রোদে রেখে দাও।
প্লেট শুকিয়ে গেলে ওটাকে কাঁচি দিয়ে ছবিতে যেভাবে দেখানো হয়েছে, সেভাবে কেটে নাও। এটাই কিছুক্ষণ পর সূর্য হয়ে আমাদের আলো দেবে।
কাগজের সূর্যটাকে মেঘের পেছনে আঠা দিয়ে জুড়ে দাও। ব্যস, তৈরি হয়ে গেল আমাদের মেঘ, বৃষ্টি, রোদ।
এবার এটাকে কালো বোর্ডে লাগিয়ে তোমার শোয়ার ঘরে টানিয়ে নাও।