ছোট্ট এই ছড়াটি লিখেছে আমাদের ছোট্ট বন্ধু রোকসানা আক্তার মিলি। সে কোটচাঁদপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণিতে পড়ে।
আমার নাম মিলি
ভালোবাসি বেলি,
খাই পাকা আম
প্রিয় ফল জাম।
ছোট্ট এই ছড়াটি লিখেছে আমাদের ছোট্ট বন্ধু রোকসানা আক্তার মিলি।
সে কোটচাঁদপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণিতে পড়ে।
বন্ধুরা, চাইলে তোমরাও মিলির মতো ছড়া লিখে আমাদের কাছে পাঠাতে পারো। লিখতে পারো গল্প, কৌতুক কিংবা মজার ঘটনা
আঁকতে পারো ছবি। লেখার সঙ্গে অবশ্যই তোমার নাম, স্কুলের নাম, কোন ক্লাসে পড় এবং আব্বু বা আম্মুর ফোন নম্বর দেবে।
পাঠানোর ঠিকানা: nbkidzone@gmail.com