ঈশপের নাম তো নিশ্চয়ই শুনেছ। খ্রিষ্টপূর্ব ৬২০ সালে প্রাচীন গ্রিসে জন্মগ্রহণ করেন তিনি। মজার মজার শিক্ষামূলক গল্প বলাতে তার জুড়ি নেই। চলো, আজ তার সিংহ ও বোলতার গল্পটি পড়ে দেখি।
গোয়ালিনীর স্বপ্ন
এক গোয়ালিনী মাথায় দুধের কলসি নিয়ে দুধ বিক্রি করতে বাজারে যাচ্ছিল।
চলতে চলতে মনটা তার বেশ খুশি খুশি হয়ে উঠল। সে ভাবতে লাগল, ‘এই দুধ বিক্রি করে যা টাকা পাব তাতে অন্তত ৩০০ ডিম কিনে ফেলা যাবে। সেই ডিম দিয়ে মুরগির ফার্ম শুরু করলে কিছু নষ্ট হলেও কম করে আড়াই শ মুরগির ছানা পাওয়া যাবে। মুরগির দাম যখন সবচেয়ে চড়ে উঠবে, এই মুরগিগুলো তখন বিক্রির জন্য তৈরি হয়ে যাবে। বছর শেষে যা টাকা হাতে জমবে তা দিয়ে একটা গরু কিনে ফেলব। পরের বছরে একটা গরু থেকে আরেকটা গরু হবে। এভাবে পাঁচ বছরে আমার অনেকগুলো গরু হবে। তখন আমি গ্রামের সবচেয়ে ধনী মানুষ হয়ে উঠব।’
ভাবতে ভাবতে চলতে গিয়ে আচমকা সে একটা পাথরের সঙ্গে হোঁচট খেয়ে পরে গেল। তার সঙ্গে থাকা দুধের কলসি মাটিতে পড়ে ভেঙে গেল। সব দুধ ছড়িয়ে গেল রাস্তায়। সেই সঙ্গে চমৎকার পরিকল্পনাগুলোও সব শেষ।
গল্পের শিক্ষা: পথ চলতে চলতে অন্য কিছু ভাবা বিপজ্জনক। তাতে ক্ষতির আশঙ্কা থাকে।