মধুমাখা পাকা আম
আহা কী যে মিষ্টি;
আমগাছে শুনি রোজ
দোয়েলের শিসটি।
হামটি ডামটি
খাই পাকা আমটি,
পাকা আম খেয়ে পরে
খাই কালোজামটি।
মধুমাখা পাকা আম
আহা কী যে মিষ্টি;
আমগাছে শুনি রোজ
দোয়েলের শিসটি।
জাম হয় টসটসে
আসে যদি বিষ্টি।
হামটি ডামটি
কী তোমার নামটি?
এসো আম-জাম খাও
নেব নাকো দামটি!