একই রকম মনে হলেও দুটো ছবির মধ্যে কিন্তু বেশ কয়েকটি পার্থক্য আছে। দেখি, তোমরা সেই পার্থক্যগুলো খুঁজে বের করতে পার কি না।
মাঝ সমুদ্রে ডুবে গেছে জাহাজ।
নাবিক বেচারা সাঁতার কেটে একটা ছোট দ্বীপের কাছে এসেছে।
কিন্তু সেখানেও ঝামেলা।
সিকিউরিটি গার্ড বলছে দ্বীপে ওঠা যাবে না।
ব্যারিকেড দিয়ে রেখেছে সে।
উপায় না দেখে নাবিক বেচারা পানির মধ্যেই অদ্ভুত ভঙ্গিতে বসে আছে।
নিচে এ রকম একটা ছবি দেখতে পাচ্ছ তোমরা।
সেই ছবির নিচে একই রকম আরেকটা ছবি আছে।
একই রকম মনে হলেও দুটো ছবির মধ্যে কিন্তু বেশ কয়েকটি পার্থক্য আছে।
দেখি, তোমরা সেই পার্থক্যগুলো খুঁজে বের করতে পার কি না।
যদি পার তবে আমাদের লিখে জানাবে কিন্তু।
আমাদের কাছে লেখার ঠিকানা
আর যদি না পার, তাহলে সবার নিচের ছবিটা দেখে নাও। সেখানে উত্তর দেয়া আছে।
কুইজের উত্তর।