বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

দুটি কৌতুক

  •    
  • ২৪ মে, ২০২১ ১১:২২

কৌতুকগুলো পাঠিয়েছে আমাদের বন্ধু রেশমা সুলতানা। রেশমা সপ্তম শ্রেণিতে পড়ে।

অন্তুর পড়া

কালকে অন্তুর পরীক্ষা। এখনও অনেক পড়া বাকি। কিন্তু ও খুব দুষ্টু।

ও কী করল জানো?

একটা কয়েন হাতে নিয়ে ভাবল, ‘টস করছি। যদি শাপলা পড়ে, তাহলে ঘুমাব। যদি মানুষ পড়ে, তাহলে গেমস খেলব। আর যদি পয়সাটা না পড়ে আকাশে আটকে থাকে, তাহলে সত্যি সত্যি সারা রাত পড়ব।’

মশার টর্চলাইট

রবি খুব ভালো ছেলে। একদিন মশারি টাঙিয়ে ও ঘুমিয়ে পড়ল। কিন্তু রাতের বেলা হঠাৎ ওর ঘুম ভেঙে গেল। দেখে কী, ওর মশারির ভেতরে কয়েকটা জোনাকি পোকা ঢুকে গেছে।

এদিকে রবি তো আর জোনাকি পোকা চেনে না। তাই ওগুলো দেখে চিৎকার করতে লাগল, ‘মা মা, দেখে যাও, মশারা আমাকে অন্ধকারে কামড়ানোর জন্য টর্চলাইট নিয়ে এসেছে!’

কৌতুকগুলো পাঠিয়েছে আমাদের বন্ধু রেশমা সুলতানা।

রেশমা সপ্তম শ্রেণিতে পড়ে।

রেশমা তার স্কুলের নাম আমাদের কাছে পাঠাতে ভুলে গেছে বলে স্কুলের নাম উল্লেখ করতে পারছি না।

বন্ধুরা, চাইলে তোমরাও আমাদের কাছে জোকস পাঠাতে পারো। লিখতে পারো ছড়া, গল্প কিংবা কৌতুক। আঁকতে পারো ছবি। লেখার সঙ্গে অবশ্যই তোমার নাম, স্কুলের নাম, কোন ক্লাসে পড়ো এবং আব্বু বা আম্মুর ফোন নম্বর দেবে।

পাঠানোর ঠিকানা: nbkidzone@gmail.com

এ বিভাগের আরো খবর