নদীর পাড় থেকে পাথর কুড়িয়ে এনে তাতে ছবি আঁকেন। সাধারণত ছোট আকারের পাথর কুড়ান তিনি।
জাপানে আমাদের এক খালামণি আছেন।
তার নাম আকি নাকাটা।
তিনি কী করেন জানো?
নদীর পাড় থেকে পাথর কুড়িয়ে এনে তাতে ছবি আঁকেন।
সাধারণত ছোট আকারের পাথর কুড়ান তিনি।
সহজেই হাতের তালুতে রাখা যায় এমন পাথর।
সেগুলোতে পশুপাখির ছবি আঁকেন।
কুড়ানো পাথরকে ভাঙা বা কাটাছেঁড়া করেন না কখনো।
পাথরের আকার অনুসারে যে ধরনের পশু আঁকা যায় সেটাই তিনি আঁকেন।
চাইলে তুমিও কিন্তু পাথরে ছবি আঁকতে পারো।
একটু চেষ্টা করলেই সেটা সম্ভব।
আর সত্যিই যদি ছবি এঁকে ফেল, তাহলে সেটার ছবি তুলে পাঠিয়ে দিও আমাদের কাছে।
ছবি পাঠানোর ঠিকানা: nbkidzone@gmail.com