বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

দুষ্টু রাতুল

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১৬ মে, ২০২১ ১০:২০

বন্ধুরা, চাইলে তোমরাও হিভার মতো ছবি এঁকে আমাদের কাছে পাঠাতে পারো। লিখতে পারো ছড়া, গল্প কিংবা কৌতুক। লেখার সঙ্গে অবশ্যই তোমার নাম, স্কুলের নাম, কোন ক্লাসে পড়ো এবং আব্বু বা আম্মুর ফোন নম্বর দেবে।

রাতুল খুব দুষ্টু একটা ছেলে।

সব সময় মজা করে।

আজও সে মজা করেছে তার চাচ্চুর সাথে।

সেই ঘটনা নিয়েই কমিকস এঁকেছে আমাদের বন্ধু হিভা রহমান।

হিভা মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজে পড়ে।

বন্ধুরা, চাইলে তোমরাও হিভার মতো কমিকস এঁকে আমাদের কাছে পাঠাতে পারো। লিখতে পারো ছড়া, গল্প কিংবা কৌতুক। লেখার সঙ্গে অবশ্যই তোমার নাম, স্কুলের নাম, কোন ক্লাসে পড়ো এবং আব্বু বা আম্মুর ফোন নম্বর দেবে।

পাঠানোর ঠিকানা: nbkidzone@gmail.com

তাহলে চলো, দুষ্টু রাতুল কী করলো দেখে নিই।

এ বিভাগের আরো খবর