বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

অদ্ভুত সিগাল

  •    
  • ১৪ মে, ২০২১ ০৭:৪২

সিগালটা একদিন খাবারের খোঁজে উড়ছিল। হঠাৎ সে দেখল, এক হোটেলের বাইরে চিকেন টিক্কা মাসালা বানানোর জন্য গামলায় মসলা মাখানো মুরগি রাখা আছে। সেখান থেকে এক পিস চিকেন নেয়ার জন্য সে ছুটে গেল।

সিগালটাকে দেখে তোমার কি অদ্ভুত লাগছে?

লাগারই কথা।

কারণ সিগালের রং হয় সাদা। কিন্তু এটার রং কমলা।

এবার আসল ঘটনা বলি।

হয়েছে কী, সিগালটা একদিন খাবারের খোঁজে উড়ছিল।

হঠাৎ সে দেখল, এক হোটেলের বাইরে চিকেন টিক্কা মাসালা বানানোর জন্য গামলায় মসলা মাখানো মুরগি রাখা আছে।

সেখান থেকে এক পিস চিকেন নেয়ার জন্য সে ছুটে গেল।

চিকেন খাওয়ার খুশিতে সে এত জোরে উড়ছিল যে, মসলার গামলায় হুমড়ি খেয়ে পড়ল।

ব্যস, তারপর যা হওয়ার তাই হলো।

সিগালের পুরো শরীর মসলায় মাখামাখি হয়ে গেল।

মসলার কারণে সে উড়তেও পারছিল না।

উদ্ধারকর্মীরা তাকে পশু হাসপাতালে নিয়ে গেলেন।

সেখানে তাকে তিনবার সাবান দিয়ে ধোয়ার পরও গায়ের রং উঠল না।

অগত্য ভালো করে খাইয়ে-দাইয়ে সুস্থ হওয়ার পর সিগালকে ছেড়ে দেয়া হলো।

এ থেকে আমরা কী বুঝলাম?

বুঝলাম, কাজে কখনই হুড়োহুড়ি করা যাবে না।

করলে কাজ তো হবেই না, উল্টো বিপদে পড়তে হবে।

এ বিভাগের আরো খবর