জাপানের আকিকো ওবাটা আন্টির এক অদ্ভূত শখ আছে।
আমরা অনেকেই পুতুল, মুদ্রা, ডাকটিকিট সংগ্রহ করি। ওবাটা আন্টি কী সংগ্রহ করেন জানো?
প্লাস্টিকের তৈরি খাবারের রেপ্লিকা।
প্লাস্টিকের চকলেট, প্লাস্টিকের বার্গার, প্লাস্টিকের পিৎজা, প্লাস্টিকের আইসক্রিম...কী নেই তার রুমে!
এসব খাবারের কোনোটা খুব ছোট্ট, আবার কোনোটা পাঁচ ফুট লম্বা।
২০০০ সালের দিকে তিনি এসব সংগ্রহ শুরু করেন।
জমাতে জমাতে তার সংগ্রহে এত বেশি প্লাস্টিকের খাবার জমে যায় যে ২০১৫ সালে গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ড কর্তৃপক্ষ তাকে বিশ্বের সবচেয়ে বেশি প্লাস্টিকের খাবার সংগ্রাহক হিসেবে স্বীকৃতি দিয়ে দেয়।
সারা দিন খুঁজে গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ড কর্তৃপক্ষ ওবাটা আন্টির বাসায় ৮ হাজার ৮৩টি খাবার খুঁজে পায়।
গত পাঁচ বছরে তার সংগ্রহে আরও খাবার জমেছে।
এখন তার কাছে ১০ হাজারের বেশি প্লাস্টিকের খাবার আছে।