বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ফাহমিদার রঙিন মাছ

  •    
  • ১১ মে, ২০২১ ১৫:৫০

কী রং নেই এই মাছটার শরীরে! কমলা, নীল আছে। লাল, হলুদ, গোলাপি আছে। শুধু কি তাই! সাদাও আছে।

এ রকম রঙিন মাছ কি আগে দেখেছ?

মনে হয় দেখোনি।

কী রং নেই এই মাছটার শরীরে!

কমলা, নীল আছে। লাল, হলুদ, গোলাপি আছে।

শুধু কি তাই!

সাদাও আছে।

ফাহমিদা আমাদের এই মাছটার নাম জানায়নি।

তবে আমরা এর একটা নাম দিয়েছি।

এর নাম রঙিন মাছ।

দেখেছ, নাম শুনে মাছটা কি দারুণ খুশি হয়েছে?

তোমরাও একে রঙিন মাছ নামেই ডাকবে। কেমন?

মাছটি এঁকেছে ফাহমিদা ইসলাম।

সে আমাদের জানায়নি কোন স্কুলে পড়ে, কোন ক্লাসে পড়ে।

বন্ধুরা, চাইলে তোমরাও ফাহমিদার মতো ছবি এঁকে আমাদের কাছে পাঠাতে পারো। লিখতে পারো ছড়া, গল্প কিংবা কৌতুক। লেখার সঙ্গে অবশ্যই তোমার নাম, স্কুলের নাম, কোন ক্লাসে পড়ো এবং আব্বু বা আম্মুর ফোন নম্বর দেবে।

পাঠানোর ঠিকানা: nbkidzone@gmail.com

এ বিভাগের আরো খবর