সেমাই খাব, পোলাউ খাব
আরও খাব দই
ঈদ এসেছে ঈদ এসেছে
করব হই চই,
সবার বাড়ি ঘুরব আমি
রাখব ফেলে বই।
সেমাই খাব, পোলাউ খাব
আরও খাব দই,
বড়দের দেখলে বলব
আমার সালামি কই?
ছড়াটি লিখেছে আবির হোসেন শুভ। সে মিরপুরের মনিপুর উচ্চ বিদ্যালয়ে তৃতীয় শ্রেণিতে পড়ে।
বন্ধুরা, চাইলে তোমরাও ছবি এঁকে আমাদের কাছে পাঠাতে পারো। লিখতে পারো ছড়া, গল্প কিংবা কৌতুক। লেখার সঙ্গে অবশ্যই তোমার নাম, স্কুলের নাম, কোন ক্লাসে পড়ো এবং আব্বু বা আম্মুর ফোন নম্বর দেবে।
পাঠানোর ঠিকানা: nbkidzone@gmail.com