নদীর দুই কূলে ঢেউ আছড়ে পড়ে। সেই নদীতে নৌকা বায় মাঝি ভাই। আর গায় সারি গান।
আমাদের দেশের নদীগুলো খুব সুন্দর।
বর্ষায় টলমল করে পানি।
নদীর দুই কূলে ঢেউ আছড়ে পড়ে।
সেই নদীতে নৌকা বায় মাঝি ভাই।
আর গায় সারি গান।
নদীর পারে ফুটে থাকে কাশ ফুল।
আরও থাকে বিশাল সব গাছ।
বাংলাদেশের পরিচিত সেই দৃশ্য এঁকেছে মেহজাবিন আফসিন।
সে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে ষষ্ঠ শ্রেণিতে পড়ে।
বন্ধুরা, চাইলে তোমরাও ছবি এঁকে আমাদের কাছে পাঠাতে পারো। লিখতে পারো ছড়া, গল্প কিংবা কৌতুক। লেখার সঙ্গে অবশ্যই তোমার নাম, স্কুলের নাম, কোন ক্লাসে পড়ো এবং আব্বু বা আম্মুর ফোন নম্বর দেবে।
পাঠানোর ঠিকানা: nbkidzone@gmail.com