বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

তাবিয়া গিয়েছিল শহীদ মিনারে

  • নিউজবাংলা ডেস্ক   
  • ৬ মে, ২০২১ ০৯:৩২

সামারা আহাদ খান তাবিয়াও এবার শহীদ মিনারে গিয়েছিল। একা না, বন্ধুবান্ধবীরাও সঙ্গে ছিল। আরও এসেছিল একটা পাখি।

২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

১৯৫২ সালের এই দিনে ভাষার জন্য দেশের ছেলেরা প্রাণ দিয়েছিল।

সে জন্য প্রতিবছর আমরা ভাষাশহিদদের স্মরণ করি।

সামারা আহাদ খান তাবিয়াও এবার শহীদ মিনারে গিয়েছিল।

একা না, বন্ধুবান্ধবীরাও সঙ্গে ছিল।

আরও এসেছিল একটা পাখি।

সেদিন গাছে গাছে ফুটেছিল ফুল।

শহীদ মিনারের বেদিও ছিল ফুলে ফুলে ঢাকা।

বুঝতেই পারছো, শহীদ মিনার ভ্রমণের চমৎকার ছবিটা এঁকে পাঠিয়েছে তাবিয়া।

সে রোজ বার্ড কিন্ডারগার্টেনে তৃতীয় শ্রেণিতে পড়ে।

বন্ধুরা, চাইলে তোমরাও ছবি এঁকে আমাদের কাছে পাঠাতে পারো। লিখতে পারো ছড়া, গল্প কিংবা কৌতুক। লেখার সঙ্গে অবশ্যই তোমার নাম, স্কুলের নাম, কোন ক্লাসে পড়ো এবং আব্বু বা আম্মুর ফোন নম্বর দেবে।

পাঠানোর ঠিকানা: nbkidzone@gmail.com

এ বিভাগের আরো খবর