বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ছোট্ট কেরনের বড় কাজ

  •    
  • ৫ মে, ২০২১ ১৬:২০

ছয় বছর বয়সে কেরনের আঁকার সুনাম চারদিকে ছড়িয়ে পড়ে। ৯ বছর বয়সে লন্ডনে তার আঁকা ছবি নিয়ে প্রথম চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।

কেরন উইলিয়ামসনের বয়স যখন ৪, তখন সে প্রথম পেনসিল নিয়ে আঁকাঝোকা শুরু করে।

প্রথম দিকে খুব ভালো কিছু হতো না সেগুলো।

কিন্তু কেরনের বাবা ছবিগুলো দেখে বুঝতে পেরেছিলেন, তার ছেলে বড় আঁকিয়ে হবে।

পাঁচ বছর বয়সে বাবা তাকে ওয়াটার কালার কিনে দিলেন।

এই রঙের সঙ্গে সেই রং মিশিয়ে নতুন রং সৃষ্টি করত কেরন।

সেটা দিয়ে সুন্দর সুন্দর ছবি আঁকতে শুরু করল।

ছয় বছর বয়সে কেরনের আঁকার সুনাম চারদিকে ছড়িয়ে পড়ে।

৯ বছর বয়সে লন্ডনে তার আঁকা ছবি নিয়ে প্রথম চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।

কেরনের বাড়িও সেখানে।

প্রদর্শনী শুরুর প্রথম ১৪ মিনিটে কেরনের ১৮টা ছবি বিক্রি হয়ে যায় ২১ লাখ টাকায়।

২০১০ সালে কেরন যখন এই ছবিটা আঁকে তখন তার বয়স ৮ বছর।

পরের বছরের প্রদর্শনীতে তার ছবিগুলো বিক্রি হয় ১৭ কোটি ৬৫ লাখ টাকায়।

এভাবে সে এগিয়ে চলেছে।

দিন দিন তার আঁকার হাত আরও নিখুঁত হচ্ছে।

এখন কেরনের বয়স ১৯।

এখনও চমৎকার সব ছবি এঁকে চলেছেন তিনি।

তার ছবি নিয়ে তাই চলছে কাড়াকাড়ি।

৯ বছর বয়সে আঁকা ছবি।

তোমরা যারা ছবি আঁকতে ভালোবাস, আশা করি তারাও একদিন কেরনের মতো জনপ্রিয় হয়ে উঠবে।

১০ বছর বয়সে এই সুন্দর ছবিটা এঁকেছে কেরন।

১১ বছর বয়সে কেরন এঁকেছে এটা।

এটা কত বছর বয়সে এঁকেছে বলো তো ? আচ্ছা আমি বলে দিচ্ছি, ১২ বছর বয়সে।

এই ছবিটা এঁকেছে ২০২০ সালে। তখন ওর বয়স ছিল ১৮ বছর।

কেরনের আঁকা আরও ছবি দেখতে চাইলে এখানে ক্লিক করো।

এ বিভাগের আরো খবর