বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

একটা রঙিন প্যাঁচা

  •    
  • ৪ মে, ২০২১ ০৮:১১

বন্ধুরা, চাইলে তোমরাও ছবি এঁকে আমাদের কাছে পাঠাতে পারো। লিখতে পারো ছড়া, গল্প কিংবা কৌতুক। লেখার সঙ্গে অবশ্যই তোমার নাম, স্কুলের নাম, কোন ক্লাসে পড়ো এবং আব্বু বা আম্মুর ফোন নম্বর দেবে।

প্যাঁচা নিশাচর পাখি।

নিশাচর মানে এরা রাতে কাজ করে।

শিকার করা, বেড়াতে যাওয়া, বাচ্চাদের ভয় দেখানো-সব কাজ এরা রাতে করে।

তাহলে দিনে কী করে?

দিনে এরা ঘুমায়।

গাছের কোটরে, পাতার ফাঁকে, পাথরের গর্তে যেখানে আরাম হয়, সেখানেই এরা ঘুমিয়ে পড়ে।

এরা কি খায় জানো?

ছোট ছোট স্তন্যপায়ী প্রাণী (যেমন: ইঁদুর এবং কীটপতঙ্গ) শিকার করে এরা।

কিছু প্রজাতির প্যাঁচা মাছও ধরে।

আমাদের বন্ধু সাইবা একটা প্যাঁচা বানিয়েছে।

ওর প্যাঁচাটা সেজেছে।

মনে হয় প্যাঁচাটার আজ বিয়ে।

বন্ধুরা, চাইলে তোমরাও ছবি এঁকে আমাদের কাছে পাঠাতে পারো। লিখতে পারো ছড়া, গল্প কিংবা কৌতুক। লেখার সঙ্গে অবশ্যই তোমার নাম, স্কুলের নাম, কোন ক্লাসে পড়ো এবং আব্বু বা আম্মুর ফোন নম্বর দেবে।

পাঠানোর ঠিকানা: nbkidzone@gmail.com

আফিয়া জাহিন সাইবা ঢাকা ক্যান্টনমেন্টে অবস্থিত শহীদ বীরউত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস স্কুল অ্যান্ড কলেজে প্রথম শ্রেণিতে পড়ে।

এ বিভাগের আরো খবর