বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কোথায় গেল জিরাফের ছায়া?

  • নিউজবাংলা ডেস্ক   
  • ৩০ এপ্রিল, ২০২১ ১০:০৭

সে রোদে বসেছিল কিন্তু ওর ছায়া দেখা যাচ্ছে না। মনে হয় ছায়াটা হারিয়ে গেছে। তুমি কি ছায়াটাকে খুঁজে বের করতে পারবে?

উপরের ছবিতে খুব সুন্দর একটা জিরাফের ছানা বসে আছে।

ওর মুখে একটা ফুল।

ফুলটা খাবে, না ওর আম্মুকে দিবে, ঠিক বোঝা যাচ্ছে না।

এদিকে ঘটেছে এক আশ্চর্য ঘটনা।

জিরাফটা রোদে বসেছিল, কিন্তু ওর ছায়া দেখা যাচ্ছে না।

মনে হয় ছায়াটা হারিয়ে গেছে।

তুমি কি ছায়াটাকে খুঁজে বের করতে পারবে?

ডানে চারটা ছায়া দেয়া আছে।

A, B, C ও D নামের ছায়ার মধ্যে একটা ছায়া জিরাফের।

এবার দেখব, তুমি আসল ছায়াটি খুঁজে বের করতে পারো কি না।

পারলে ভালো। তবে যদি না পার, তবে নিচের ছবিতে চোখ বুলাতে পারো।

ওখানে উত্তর দেয়া আছে।

এ বিভাগের আরো খবর