বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কাগজের ফুল

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২৮ এপ্রিল, ২০২১ ০৯:৪৭

কাগজ কেটে কেটে পাপড়ি বানিয়ে রং করেছে অভ্র। সে জন্য সাদা আর্ট পেপার, রঙিন সাইন পেন আর কাঁচি ব্যবহার করেছে সে। তারপর স্ট্যাপলারের পিন দিয়ে একটার সঙ্গে অন্যটা জোড়া দিয়েছে।

-এটা কী ফুল?

: গোলাপ!

- মনে হয় না।

: পদ্ম?

- হতে পারে।

: সূর্যমুখী?

- কিন্তু সূর্যমুখীর রং তো হলুদ।

তাহলে এর উত্তর শুধু অভ্র নীলই জানে।

কারণ, ফুলটা তো সে-ই বানিয়েছে।

একটা পাপড়ি হলুদ, আরেকটা কমলা।

একটু অদ্ভুত, তাই না?

তবে দেখতে কিন্তু সুন্দর হয়েছে।

কাগজ কেটে কেটে পাপড়ি বানিয়ে রং করেছে অভ্র।

সে জন্য সাদা আর্ট পেপার, রঙিন সাইন পেন আর কাঁচি ব্যবহার করেছে সে।

তারপর স্ট্যাপলারের পিন দিয়ে একটার সঙ্গে অন্যটা জোড়া দিয়েছে।

এভাবেই পূর্ণতা পেয়েছে ফুলটি।

অভ্র নীল ঢাকার রয়্যাল স্কুলে কেজি টুতে পড়ে।

বন্ধুরা, চাইলে তোমরাও ছবি এঁকে আমাদের কাছে পাঠাতে পারো। লিখতে পারো ছড়া, গল্প কিংবা কৌতুক। লেখার সঙ্গে অবশ্যই তোমার নাম, স্কুলের নাম, কোন ক্লাসে পড়ো এবং আব্বু বা আম্মুর ফোন নম্বর দেবে।

পাঠানোর ঠিকানা: nbkidzone@gmail.com

এ বিভাগের আরো খবর