বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কাগজের সিংহ

  •    
  • ২১ এপ্রিল, ২০২১ ১৭:৪৮

দ্বিতীয় কাপটার ওপরে চোখ দুটো লাগিয়ে নিতে হবে। মার্কার দিয়ে আঁকতে হবে মুখ, গোঁফ আর নাক। নাক কাগজ কেটেও বানাতে পারো। ব্যস হয়ে গেলো আমাদের সিংহ।

কাপ কেক কে না পছন্দ করে?

কাপকেক যে কাপে থাকে, সেটাকে কাগজ দিয়ে বানানো।

এটাকে ফেলে না দিয়ে নানা কাজে লাগানো যায়।

আজ আমরা এই কাপ দিয়ে সিংহ বানাব।

যা যা লাগবে

১. কাপকেকের তিনটি কাপ (দুটো একই আকারের, অন্যটা ছোট)

২. দুটো রঙ্গিন মোটা কাগজ

৩. খেলনা চোখ

৪. কালো মার্কার

৫. কাঁচি

৬. আঠা

প্রথমে মোটা কাগজের ওপরে একটা বড় কাপ আঠা দিয়ে লাগিয়ে নিতে হবে। কাঁচি দিয়ে দ্বিতীয় বড় কাপটার চারপাশ ছবিতে দেখানো পদ্ধতিতে কেটে নিতে হবে। তারপর লাগিয়ে দিতে হবে অন্য কাপটার একপাশে। খেয়াল রাখতে হবে, দ্বিতীয় কাপটার কিছু অংশ যেন প্রথম কাপটার ওপরে উঠে থাকে। ছোট কাপটা দ্বিতীয় কাপটার মাঝখানে আঠা দিয়ে লাগিয়ে দিতে হবে।

অন্য মোটা কাগজটা কেটে সিংহের চারটি পা আর লেজ বানাতে হবে। এটা করতে ছবি দেখে আইডিয়া নিতে পারো। লেজের শেষ অংশটা মার্কার দিয়ে কালো করে দিতে হবে।

দ্বিতীয় কাপটার ওপরে চোখ দুটো লাগিয়ে নিতে হবে। মার্কার দিয়ে আঁকতে হবে মুখ, গোঁফ আর নাক। নাক কাগজ কেটেও বানাতে পারো। ব্যস হয়ে গেলো আমাদের সিংহ।

এ বিভাগের আরো খবর